লকডাউনে ঘণ্টায় কামিয়েছেন ৯০ কোটি
করোনা ভাইরাসে যখন সারাবিশ্বের মানুষের নাভিশ্বাস অবস্থা। একের পর এক মানুষ হারিয়েছেন তাদের চাকরি। অনেকের ব্যবসায় লাল বাতিও জ্বলেছে। কিন্তু সেই লকডাউনের মধ্যে ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি প্রতি ঘণ্টায় কামিয়েছেন ৯০ কোটি রুপি।
বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ আম্বানি। ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা তার সংস্থার শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলেফেঁপে উঠেছে আম্বানির সম্পদ।
হিসাবে করে দেখা গেছে, করোনায় লকডাউন চলাকালে প্রতি ঘণ্টায় ৯০ কোটি রুপি কামিয়েছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা দিয়েছে তাকে।
মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ এখন দাঁড়িয়েছে ৬,৫৮,৪০০ কোটি রুপি। শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়াখ্যাত সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি ঘরে তুলেছেন দুই লাখ ৭৭ হাজার ৭০০ কোটি রুপি।
কোন মন্তব্য নেই