Header Ads

Header ADS

‘আমি বিসিবির সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিচ্ছি’


শ্রীলঙ্কায় খেলতে হলে টাইগার শিবিরকে শ্রীলঙ্কা যাবার পর ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর শ্রীলঙ্কার এমন শর্তকে নাকোচ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর বিসিবির এমন সিদ্ধান্তকে সমর্থন করেছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গোও।

ডোমিঙ্গো বলেন, ‘শ্রীলঙ্কা সফর হচ্ছে না বলে আমি অবশ্যই হতাশ। তবে আমার মনে হয় দলের ওপর যেমন শর্ত আরোপ করে দেয়া হয়েছিল, তাতে শ্রীলঙ্কা না যাওয়ার সিদ্ধান্তটা সঠিকই হয়েছে বিসিবির। বদ্ধ ঘরের মধ্যে অনুশীলন ছাড়া এত সময় থাকার পর দশ দিনের মধ্যে টেস্ট খেলতে নেমে যাওয়াটা খুব কঠিন হতো। আমি বিসিবির সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিচ্ছি।’




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.