Header Ads

Header ADS

একজন বন্ধু হয়ে উঠুক আশীর্বাদ



রাজু আহমেদ : বন্ধুত্ব করুন বুঝে শুনে। আমাদের চলার পথে অনেকের সঙ্গেই আমাদের পরিচিতি ঘটে। আবার অনেকের সঙ্গেই সুসম্পর্ক তৈরি হয়। হয়তো বন্ধুত্বও তৈরি হয় অনেকের সঙ্গে। কিন্তু কিছু বন্ধুত্বের জন্য আমাদেরকে মূল্যও দিতে হয়। আমরা নানা ভাবে ক্ষতিগ্রস্থ হই। এটা হয় শুধুমাত্র সচেতনার অভাবে। বন্ধুত্ব করে ঠকেছেন এমন মানুষের সংখ্যা একেবারে কম নয়। আমরা যারা ছোটোবেলা থেকে এক সঙ্গে খেলাধুলা করে বড় হই এমন বেশিরভাগের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকে না আর। নানান মানুষের সঙ্গে পরিচিতি ঘটার কারণে আমাদের বন্ধুত্বের ব্যাপ্তিও বাড়তে থাকে। এভাবে তৈরি হয় আমাদের বন্ধুত্বের নেটওয়ার্ক।

আপনি যখন কারও সঙ্গে খুব ঘনিষ্ট বন্ধুত্ব তৈরি করবেন তখন কিছু বিষয় আপনাকে গুরুত্ব দিতেই হবে। যেমন-
পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আপনি যদি ভাল পরিবারের কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করেন তবে একথা নিঃস্বন্দেহে বলা যায় যে সেই পরিবারে বেড়ে ওঠা মানুষটিও ভাল। তবে সব ভাল পরিবারের সব সদস্য যে ভাল হবে এমনটাও ভাবা ঠিক না। তবে বেশির ভাগ ক্ষেত্রে ভাল হয় বলা যায়। এটা হচ্ছে আপনার সিদ্ধান্ত নেবার প্রাইমারি লেবেল। কারণ একটি ভাল পরিবার থেকে বেড়া ওঠা বেশির ভাগ মানুষ ভাল হবে এমনটা আমরা আশা করতেই পারি। কারণ ভাল পরিবার হলে শিক্ষাটাও অবশ্যই ভাল পায়। যদি তার পরিবার খারাপ হয় তবে বুঝতে হবে ঘাপলা আছে। তবে খারাপ পরিবারেও অনেক ভাল মানুষ জন্ম নেয়। এমন উদাহরণও কিন্তু অনেক আছে। 

যার সঙ্গে বন্ধুত্ব করবেন তার আচার-আচরণ দেখে নেয়াটাও অত্যন্ত জরুরী। একটা প্রবাদ আছে, “ব্যবহারেই বংশের পরিচয়”। সেজন্য তার কাছ থেকে যদি ভাল ব্যবহার পান তবে ধরে নিতে পারেন তার সঙ্গে বন্ধুত্ব করলে ক্ষতিগ্রস্থ হবেন না। কারণ একটা মানুষের সঙ্গে কিছুদিন চলাচল করলেই তার আচরণ সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। সে কিভাবে কথা বলে? কোন বিষয়গুলো নিয়ে সে কথা বলতে বেশি পছন্দ করে এমন অনেক বিষয়েই তার সম্পর্কে একটা ধারণা পাবেন। 

যার সঙ্গে বন্ধুত্ব করছেন তার কোনো বাজে নেশা আছে কিনা সেটা দেখাটা অনেক জরুরি। দেখা গেল বন্ধুত্ব হবার পর জানতে পারলেন যে সে নেশায় আসক্ত। তারপর তার সঙ্গে পড়ে আপনিও নেশায় আসক্ত হয়ে গেলেন। কথায় বলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সেজন্য মনিষীরা বলেন, ১০০জন অসৎ বন্ধুর থেকেও একজন সৎ বন্ধু অনেক উত্তম। এগুলো শুধু কথার কথা না। এসব বাস্তব বিষয় থেকেই লিখিত। অসৎ সঙ্গে পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন এমন হাজার হাজার উদাহরণ আছে সমাজে। 

না জেনে না বুঝে বন্ধুত্ব করলে আপনি বিপদেও পড়তে পারেন। যেমন ধরুন আপনি না জেনে একজনের সঙ্গে বন্ধুত্ব করে ফেললেন সে হয়তো একজন ইভটিজার কিংবা তার হয়তো আরও খারাপ অভ্যাস আছে। এরপর সে যদি কোনো খারাপ কর্ম করতে গিয়ে ধরা খায় তবে আপনারও তাতে বদনাম হতে পারে। সমাজের মানুষ আপনাকেও দেখতে পারে বাঁকা চোখে। এছাড়াও তার কর্মের জন্য তার সঙ্গে আপনিও ফেঁসে যেতে পারেন। আপনার বোকামির জন্য আপনার পরিবারও পড়তে পারে নানান ঝামেলায়। কিছুদিন চলার পর যদি দেখেন তার কাজকর্ম খারাপ মনে হচ্ছে তবে তার কাছ থেকে সাথে সাথেই সরে আসুন।

অনেক সময় এমন হয়যে বন্ধু কোনো বিপদে পড়েছে। সে হয়তো হুট করে আপনার কাছ থেকে টাকা ধার চাইলো। আপনিও বন্ধুত্ব রক্ষা করার জন্য তাকে সরল বিশ্বাসে টাকা দিলেন। আপনি তাকে টাকা দিলেন তার উপকার করার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে সে টাকাটা নেয়ার পর আপনার সঙ্গে আস্তে আস্তে যোগাযোগ কমিয়ে দিলো। তার প্রতি আপনার আস্তে আস্তে বিরুপ মনোভাব তৈরি হলো। এভাবেই হয়তো আস্তে আস্তে আপনাদের বন্ধুত্বটাও নষ্ট হলো। পরিশেষে মানেটা দাঁড়ালো যে আপনি উপকার করতে গিয়ে একজন ভাল বন্ধু হারালেন। যদি এমন হয় তবে বুঝবেন যে সে কখনওই আপনার ভাল বন্ধু ছিল না। যদি সে আপনার ভাল বন্ধু হতো তবে সে কখনই আপনার সঙ্গে যোগাযোগ বন্ধ করতো না। যদি ভাল বন্ধু হয় আপনি তার ক্ষতি করতে গেলেও সে আপনাকে ছেড়ে যাবে না।

একটা গান আছে একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে এক সাথে। সে হলো বন্ধু, বন্ধু বন্ধু আমার। বন্ধু ভাইয়ের মতো। কখনও কখনও ভাইয়ের থেকেও বেশিকিছু। তাই একটা ভাল বন্ধু যেমন আপনার চলার পথে আশীর্বাদ তেমনি একটা খারাপ বন্ধু আপনার চলার পথে অভিশাপও হতে পারে। সেজন্য বন্ধু নির্বাচনে সাবধানতা অবলম্বন করাটা অনেক জরুরি। যাকে সামনে পেলাম আর হুট করে বন্ধু বানিয়ে ফেললাম এমনটা করা একেবারেই বোকামি। তাই বন্ধু যেন জীবনে আশীর্বাদ হয়ে আসে তেমন একজন বন্ধুই নির্বাচন করুন।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.