১০দিনেও খোঁজ মেলেনি ব্যবসায়ী আশিকের
১০দিন পার হয়ে গেলেও খোঁজ মেলেনি ব্যবসায়ী আশিকুর রহমানের। তার বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশও এখনও তার সন্ধান পাননি। পরিবারের সদস্যরা তাকে নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
আশিকুর রহমানের বড় ভাই হুমায়ন কবির জানান, তার ছোট ভাই আশিকুর রহমানের সঙ্গে শহরের মহিলা কলেজপাড়া এলাকার মোরশেদের দীর্ঘদিনের সখ্যতা ছিল। গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিক। মোরশেদের সঙ্গে যশোর যান। যাওয়ার সময় গাড়িতে ছবি তুলে তারা ফেসবুকেও পোস্ট করেন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।
তিনি বলেন, যশোর যাওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনও পর্যন্ত ফোন বন্ধ। মোরশেদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোনও তথ্য দিতে পারেনি। এরপর থেকে মোরশেদের ফোনও বন্ধ।
হুমায়ন কবির অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় আশিকুরের কাছে ৫০ হাজার টাকা ছিল। এই টাকার কারণেই সে নিখোঁজ হতে পারে বলে ধারণা করছি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, থানায় জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশিকুর রহমানকে খোঁজার চেষ্টা চলছে। আশাকরি দ্রুতই তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারবো।
কোন মন্তব্য নেই