Header Ads

Header ADS

রাজতন্ত্রের পতনে সৌদিদের দল ঘোষণা

সৌদি রাজতন্ত্রের পতন এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে। দেশটির নির্বাসিত একদল নাগরিক এই দল গঠন করেছেন। এই রাজনৈতিক দলটির নাম ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’। ২৩ সেপ্টেম্বর, বুধবার সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে এই দল গঠনের ঘোষণা দেন তারা।

সৌদি আরবের বাদশাহ সালমানের শাসনামলে প্রথম রাজনৈতিক প্রতিরোধ হিসেবে দেশটির নির্বাসিত নাগরিকদের নেতৃত্বে এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করলো। এমন খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাসিত একদল সৌদি নাগরিক একটি রাজনৈতিক দল গঠন করেছে। মতপ্রকাশের স্বাধীনতা ও ভিন্ন মতাবলম্বীদের প্রতি দেশটির ক্রমবর্ধমান দমন-পীড়নের মাঝেই এই দল গঠনের ঘোষণা দেয়া হলো। মুলত সৌদি আরবের রাজতন্ত্র দেশটিতে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতা সহ্য করে না।

এক বিবৃতিতে নির্বাসিত ওই সৌদি নাগরিকরা জানান, আমরা ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি গঠনের ঘোষণা দিচ্ছি। সৌদি আরবে গণতান্ত্রিক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করাই এই দলের লক্ষ্য।

নতুন রাজনৈতিক দলটির প্রধানের দায়িত্ব পেয়েছেন ইয়াহিয়া আসিরি। আসিরি যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রখ্যাত মানবাধিকার কর্মী হিসেবে পরিচিত। এছাড়া শিক্ষাবিদ মাদায়ি আল-রশীদ, গবেষক সাঈদ বিন নাসের আল-ঘামদি ও যুক্তরাষ্ট্রে নির্বাসিত আব্দুল্লাহ আল আওধ ও কানাডায় নির্বাসিত ওমর আব্দুল আজিজ এই দলটির সদস্য হিসেবে রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে ২০০৭ এবং ২০১১ সালে একভাবে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তা আর সফল হয়নি। কারণ সেই সময় রাজনৈতিক দল গঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দমন-পীড়ন অভিযান পরিচালনা ও গ্রেপ্তার করে সৌদি আরবের রাজপরিবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.