ডিজিটাল প্রেম
পার্কে রিকশাই
প্রেম চলে ধুমধাম
প্রেম চলে চারিদিকে
লোকে বলে থাম থাম।
প্রেম এখন দুধভাত
প্রেম চলে ওপেনে
সবকিছু খোলামেলা
নেই কিছু গোপনে।
তুমি আমি
আমি তুমি
সুযোগে কিস কাস
আরো হবে গোপনে
চলে শুধু ফিসফাস।
কেউ নাক সিটকিয়ে
ঠোট মুখ বেঁকিয়ে,
বলে ওঠে, রসাতলে গেল বুঝি দেশটা
চশমার ফাকে তাই চেয়ে থাকে
দেখি তবে কি হয় শেষটা।
কেউ বা চুপচাপ
আড়চোখে চেয়ে থেকে
পথ হেঁটে চলে যায়,
মনে মনে বলে যায়
শাবাস শাবাস,
“ডিজিটাল প্রেম” বুঝি এরে কয় !
--------
|২৬ পৌষ ১৪২৩| ১০ রবিউস সানি ১৪৩৮|
কোন মন্তব্য নেই