একটি ‘যদি’র আত্মকথন
তোমার ঠোঁট ভেবে—
চুমুকেই গিলে ফেলি নিষিদ্ধ নিকোটিন।
অথচ একটা নির্বিশ চুমু পেলেই
ভুলে যেতে পারতাম আফিমের স্বাদ।
যদি ধরতে পেতাম তোমার— পেলব হাত
তবে আজন্মকালেও ছুঁতাম না আর—
অমাবশ্যার ধুপকাঠি।
কখনও যদি বিদ্ধ হতাম তোমার গাঢ়— আলিঙ্গনে
তবে ভেঙে ফেলতাম দুঃস্বপ্নের সব
—কালোপাথর।
আর মেপে নিতাম তোমার চোখের সাথে
সমুদ্রের ব্যবধান।
----------------------------------
চুমুকেই গিলে ফেলি নিষিদ্ধ নিকোটিন।
অথচ একটা নির্বিশ চুমু পেলেই
ভুলে যেতে পারতাম আফিমের স্বাদ।
যদি ধরতে পেতাম তোমার— পেলব হাত
তবে আজন্মকালেও ছুঁতাম না আর—
অমাবশ্যার ধুপকাঠি।
কখনও যদি বিদ্ধ হতাম তোমার গাঢ়— আলিঙ্গনে
তবে ভেঙে ফেলতাম দুঃস্বপ্নের সব
—কালোপাথর।
আর মেপে নিতাম তোমার চোখের সাথে
সমুদ্রের ব্যবধান।
----------------------------------
কোন মন্তব্য নেই