রাজু আহমেদ
বুকের খুব গহীন গুহায়,
যত্ন করে তুলে রেখেছি ভুল সুতোয় গাঁথা নরম রুমাল।
বিবর্তনের ধার ঘেঁসে রুমাল জুড়ে গড়ে ওঠে
পুরনো সভ্যতা আর পাথুরে শহর।
নগর সভ্যতায় তুমি এখন ব্যস্ত নাগরিক
আমি শুধু রয়ে গেলাম আদিম পাথুরে প্রেমিক।
----------------------------
কোন মন্তব্য নেই