নীল পাথরের পাহারাদার
গণতন্ত্রহীনতায় ভুগতে থাকা গুচ্ছ গুচ্ছ প্রেম
পিচঢালা রাজপথে লেপ্টে যায় প্রতিদিন।
দু’চোখের করিডোরে আটকে থাকা আরশিনগর নিলাম হয়
তোমার অকারণ উদাসীনতায়।
আমি রোজই দেখি তোমার দেয়া প্রতিশ্রুতি গুলো
মুখ থুবড়ে পড়ে পঁচা ডোবায়।
যদি জানতেই চাও তুমিহীন আমি কেমন আছি?
তবে জেনে রেখো,
এখন আমার ভালবাসার বাগান জুড়ে বার্ধক্য নামে রোজ
চেতনার উঠোন জুড়ে গড়ে ওঠে ঘুন বসতি।
যেই আমি তোমার চোখের ভুগোলে হারিযে যেতাম অহর্নিশ
সেই আমি এখন ভুল মানচিত্রে পথ চলি।
যদি জানতেই চাও, তুমিহীন সময় গুলো কিভাবে কাটে?
তবে জেনে রেখো,
বুকের খুব গহীন গুহায় লুকানো
তোমার দেয়া নীল পাথরের পাহারাদার আমি।
রাষ্ট্র চাইলেও যেন খুুঁজে না পাই,
তাই ওগুলোরই নিত্য পাহারায় ব্যস্ত সময় কাটে আমার।
---------------------------------------------------------
৬ পৌষ ১৪২৩
পিচঢালা রাজপথে লেপ্টে যায় প্রতিদিন।
দু’চোখের করিডোরে আটকে থাকা আরশিনগর নিলাম হয়
তোমার অকারণ উদাসীনতায়।
আমি রোজই দেখি তোমার দেয়া প্রতিশ্রুতি গুলো
মুখ থুবড়ে পড়ে পঁচা ডোবায়।
যদি জানতেই চাও তুমিহীন আমি কেমন আছি?
তবে জেনে রেখো,
এখন আমার ভালবাসার বাগান জুড়ে বার্ধক্য নামে রোজ
চেতনার উঠোন জুড়ে গড়ে ওঠে ঘুন বসতি।
যেই আমি তোমার চোখের ভুগোলে হারিযে যেতাম অহর্নিশ
সেই আমি এখন ভুল মানচিত্রে পথ চলি।
যদি জানতেই চাও, তুমিহীন সময় গুলো কিভাবে কাটে?
তবে জেনে রেখো,
বুকের খুব গহীন গুহায় লুকানো
তোমার দেয়া নীল পাথরের পাহারাদার আমি।
রাষ্ট্র চাইলেও যেন খুুঁজে না পাই,
তাই ওগুলোরই নিত্য পাহারায় ব্যস্ত সময় কাটে আমার।
---------------------------------------------------------
৬ পৌষ ১৪২৩
কোন মন্তব্য নেই