তুমি আসোনি বলে
তুমি আসোনি বলে
বসন্ত আটকে আছে ঝুলবারান্দায়।
রোজ যে রোদ টুকু উঁকি দিত আমার জানালায়
সেটাও আসে না আর; বহুদিন
শুধু তুমি আসোনি বলে।
জোনাকিরাও আসবে না বলে জানিয়ে দিয়েছে
ছোট্ট চড়ুইটা দেয়ালের উপরে ডাকতো রোজ
সেও আসে না আর
শুধু তুমি আসোনি বলে।
ভালবাসা সে তো দ্বীপ্রহরের বিলটাই পেরোতে পারেনি
শুধু তুমি আসোনি বলেই।
এই যে আমার বুকজুড়ে হাসফাঁস; আর
নির্জনতায় কেটে গেল বারমাস
সেও তুমি আসোনি বলেই।
-------------------------------------
১০ ফাল্গুন ১৪২৩
বসন্ত আটকে আছে ঝুলবারান্দায়।
রোজ যে রোদ টুকু উঁকি দিত আমার জানালায়
সেটাও আসে না আর; বহুদিন
শুধু তুমি আসোনি বলে।
জোনাকিরাও আসবে না বলে জানিয়ে দিয়েছে
ছোট্ট চড়ুইটা দেয়ালের উপরে ডাকতো রোজ
সেও আসে না আর
শুধু তুমি আসোনি বলে।
ভালবাসা সে তো দ্বীপ্রহরের বিলটাই পেরোতে পারেনি
শুধু তুমি আসোনি বলেই।
এই যে আমার বুকজুড়ে হাসফাঁস; আর
নির্জনতায় কেটে গেল বারমাস
সেও তুমি আসোনি বলেই।
-------------------------------------
১০ ফাল্গুন ১৪২৩
কোন মন্তব্য নেই